৩০ তারিখে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভানোফসাপ্তাহিক " আগম্যান্ট এন্ড ফ্যাক্টস" পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে বলেছেন , যুক্তরাষ্ট্র আর ন্যাটো স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েল্থ রাষ্ট্রগুলোতেযে অস্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করে তা রাশিয়ার স্বার্থের সংগে সংগতিপূর্ণ ।
ইভানোফ বলেছেন , যুক্তরাষ্ট্র আর ন্যাটোসংস্থাযে সি আই এস রাষ্ট্রগুলোতে অস্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করে তা আফগানিস্তানের সন্ত্রাস দমন সংগ্রাম সমর্থন করার জন্যে সমন্বিত কার্যক্রম, এটা রাশিয়ার স্বার্থের সংগে সংগতিপূর্ণ তত্পরতা । তিনি জোর দিয়ে বলেছেন , উপরোল্লেখিত তত্পরতা ছাড়া এই অঞ্চলে যুক্তরাষ্ট্র আর ন্যাটো সংস্থার কোনোসামরিক ঘাঁটি নেই ।
ইভানোফ আরও বলেছেন , রাশিয়া আর পশ্চিমা দেশের সহযোগিতা সর্বক্ষেত্রের নয় , ন্যাটোর কিছু ধারনা রাশিয়া সমর্থন করে না বটে , কিন্তু এখন রাশিয়া ন্যাটোকে নিজের কাল্পনিক শত্রু হিসেবে গ্রহন করছে না , বরং ধৈর্য্যের সংগে শান্তভাবে ন্যাটোর সংগে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
|