কিরগিজস্তানের নতুন সংসদের স্পিকার টেকেবাইয়েভ ৩০ তারিখে বলেছেন , কিরগিজস্তানের প্রেসিডেন্ট আকাইয়েভের স্বেচ্ছামূলক পদত্যাগ কিরগিজস্তানের বর্তমান সংকট-মুক্তির উত্তম উপায় ।
টেকেবাইয়েভ বলেছেন , কিরগিজস্তানের নতুন সংসদ গণ-নির্বাচিত কিরগিজস্তানের একমাত্র বৈধ ক্ষমতা সংস্থা । এই সংস্থা কিরগিজস্তানের সমাজের বিভিন্ন স্তরের স্বার্থের প্রতিনিধিত্ব করে । আকাইয়েভ সংসদকে বৈঠকের প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করে সুবুদ্ধির পরিচয় দিয়েছেন । তিনি বলেছেন , আকাইয়েভের সঙ্গে আলোচনা চালানোর জন্য কিরগিজস্তানের সংসদ সম্ভবত: ঐদিন একটি কমিটি গঠন করতে শুরু করেছে ।
আকাইয়েভ ২৯ তারিখ সন্ধ্যায় রাশিয়ার টেলিভিশনে বলেছেন , তিনি নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া ও আইনের সঙ্গে সংগতি রাখার অবস্থায় পদত্যাগ করতে পারেন । তিনি আরো বলেছেন , কিরগিজস্তানের নতুন সংসদ হচ্ছে দেশের অভ্যন্তরের এমন একমাত্র ক্ষমতা সংস্থা যার সঙ্গে তিনি আলোচনা চালাতে পারেন । কিন্তু আকাইয়েভ একই দিন সামান্য আগে বলেছিলেন যে , তিনি পদত্যাগ করবেন না ।
|