v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-30 14:09:57    
চীনের প্রতিনিধিঃ অর্থনৈতিক, সামাজিক এবং সাংকৃতিক অধিকার নানা মানবাধীকারের গুরুত্বপূর্ণ ভিত্তি

cri
    চীনের প্রতিনিধ দলের উপ- প্রতিনিধি সিয়া চিং ক্যা ২৯ তারিখে জেনিভায় জাতিসংঘের মানবাধীকার কমিটির ১৬ তম সম্মেলনে বলেছেন, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার বিভিন্ন মানবাধীকারের গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু উন্নয়নমুখী দেশ এ অধিকারগুলোর বাস্তবায়নে এখনও কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে।

    সিয়া চিং ক্যা আরো বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের সুফল উপকার প্রতিটি দেশে ছড়িয়ে পড়ে নি। অনেক উন্নয়নমুখী দেশের অর্থনীতি আরো কোণঠাসা হয়ে পড়ার বিপদের সম্মুখীণ হয়েছে। দরিদ্রদের সংখ্যা অব্যাহত বাড়ছে। প্রাকৃতিক পরিবেশের ক্রমেই অবনতি ঘটেছে। জনগণের সাংস্কৃতিক জীবনযাত্রাও খুব অভাব।

    তিনি জোর দিয়ে বলেছেন, অর্থনৈতিক, সামাজিক এবং সাংকৃতিক অধিকার এবং নাগরিকদের রাজনৈতিক অধিকার একে অপরের ভিত্তি। দু'পক্ষ পরস্পরকে ত্বরান্বিত করে থাকে। দু'পক্ষের কোনোটাই বাদ দেয়া চলবে না। আন্তর্জাতিক সমাজের উচিত উন্নয়নমুখী দেশের উত্থাপিত বৈধ অর্থনৈতিক, সামাজিক এবং সাংকৃতিক অধিকার বাস্তবায়নের দাবির ওপর গুরুত্ব আরোপ করা, অর্থনৈতিক, সামাজিক এবং সাংকৃতিক অধিকারের ওপর বেশী গুরুত্ব দেওয়া এবং অর্থনৈতিক, সামাজিক এবং সাংকৃতিক অধিকার আর নাগরিকদের রাজনৈতিক অধিকারের মধ্যে ভারসাম্যবিহীন অবস্থা পরিবর্তন করার জন্য বাস্তব ব্যবস্থা নেওয়া।

    তাছাড়া তিনি আরো বলেছেন, অর্থনৈতিক, সামাজিক এবং সাংকৃতিক অধিকারের বাস্তবায়ন সুনিশ্চিত এবং ত্বরান্বিত করা চীন সরকারের মৌলিক কর্তব্যের অন্যতম। চীনের অর্থনীতির অব্যাহত প্রবৃদ্ধি মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংকৃতিক অধিকার বাস্তবায়নের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।