কিরগিজস্তানের প্রেসিডেণ্ট আস্কার আকায়েভ ২৯ তারিখে রাশিয়ার টেলিভিশিনের প্রথম চ্যান্যালকে সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে, তিনি প্রেসিডেণ্টের পদ ত্যাগ করবেন।
তিনি বলেছেন, তিনি এখনও কিরগিজস্তানের বৈধ প্রেসিডেণ্ট। কেবল কিরগিজস্তানের বৈধ ক্ষমতা সংস্থার প্রতিনিধির সঙ্গেই তিনি বৈঠক করবেন। তিনি আরো বলেছেন, বর্তমানে স্পীকার ওমুর্বেক তেকেবাইয়েভের নেতৃত্বাধীন নতুন জাতীয় সংসদ হচ্ছে বৈধ ক্ষমতাসংস্থা।
কিন্তু "এখো মস্কো" টেলিভিশনে একই দিন বিকেলে একটি লাইভ অনুষ্ঠানে আস্কার আকায়েভ বলেছেন, তিনি প্রেসিডেণ্টের পদ ত্যাগ করবেন না।
কিরগিজস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুন্বায়েভা রাশিয়ার "ভ্রেময়া নোভোটস্টেই" পত্রিকায় ২৯ তারিখে প্রকাশিত এক সাক্ষাত্কারবলেছেন, কিরগিজস্তানের নতুন প্রশাসন আকায়েভকে ডেকে আনবে না। যে কোনো স্থানে তিনি জীবন-যাপন করতে চান, সেখানে থাকার অধিকার তাঁর আছে।
অন্য খবরে প্রকাশ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গুল ২৯ তারিখে বলেছেন, তিনি আশা করেন, কিরগিজস্তানে যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেণ্ট নির্বাচন এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে কিরগিজস্তানে পরিস্থিতির স্থিতিশীলতা বাস্তবায়িত হতে পারে।
|