চীনের পিপলস ডেইলী পত্রিকার ২৯ তারিখের খবরে প্রকাশ , চীনা গণ ব্যাংকের মহাপরিচালক চৌ সিয়াওছুয়ান বলেছেন , এ বছরে চীন অব্যাহতভাবে তহবিল নিয়ন্ত্রন বাস্তবায়নের মাধ্যমে গোটা তহবিল-ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখবে ।
পিপলস ডেইলী পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে চৌ সিয়াওছুয়ান এ কথা বলেছেন । তিনি বলেছেন , মুদ্রাস্ফীতি আর ব্যবস্থামূলক তহবিল-ঝুঁকি প্রতিরোধ করার জন্যে এবছরে চীন অব্যাহতভাবে স্থিতিশীল তহবিল -নীতি কার্যকরী করবে ।
চৌ সিয়াওছুয়ান বলেছেন , স্থিতিশীল তহবিল নীতি বাস্তবায়ন করার জন্যে এবছরের তহবিল নিয়ন্ত্রনের উচিত অর্থনৈতিক তহবিল প্রচলনের পরিস্থিতির পূর্বাভাষ দেয়ার মান উন্নত করা , তহবিল সংস্থাকে ঋণ দেয়ার উত্তম কাঠামো তৈরীতে নির্দেশনা দেয়া ,নিবিড়ভাবে বৈদেশিক অর্থনৈতিক তহবিল পরিস্থিতির পরিবর্তনতত্ত্বাবধান করা এবং আন্তর্জাতিকক্ষেত্রের আয় ও ব্যয়ের ভারসাম্য তরান্বিত করা । তিনি আরও বলেছেন , দেশের অভ্যন্তরের মূল্য আর আন্তর্জাতিক তেলের মূল্য-বৃদ্ধি অনুযায়ী উপযুক্তভাবে তবহিল-নীতির পুনর্বিন্যাস করা হবে ।
|