কিরগিজস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাডাম রোজা ওটুনবায়েভা ২৮ তারিখে বিসকেকে বলেছেন , কিরগিজস্তানের বিপ্লব রাশিয়া , মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন প্রভৃতি বড় দেশের সংগে কিরগিজস্তানের সম্পর্কের উপর প্রভাব ফেলবে না । কিরগিজস্তানের নতুন রাজনৈতিক ক্ষমতা এ জন্যে নিজের পররাষ্ট্রনীতির পরিবর্তন করবেও না ।
তিনি বরেছেন , কিরগিজস্তানের পরবর্তীকালের উন্নয়নে রাশিয়া , ইউরোপীয় দেশগুলো আর যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ । কিরগিজস্তানের কাছে চীন একই গুরুত্বপূর্ণ , চীনের সংগে সু বানিজ্যিক সম্পর্ক বজায় রাখা কিরগিজস্তানের অর্থনীতির উন্নয়নে কল্যানকর । তাই কিরগিজস্তানের নতুন রাজনৈতিক ক্ষমতা চলমান পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না ।
তাছাড়া ওটুনবায়েভা জোর দিয়ে বলেছেন , কিরগিজস্তান অব্যাহতভাবে অর্থনীতি ও বৈদেশিক বানিজ্য উন্নয়ন করে সাংহাই সহযোগিতা সংস্থা আর স্বাধীন দেশসমূহের কমনওয়েল্থ প্রভৃতি আঞ্চলিক সংস্থার তত্পরতায় অংশ নেবে । বর্তমানে কিরগিজস্তান সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে দেশের পরিস্থিতি স্থিতিশীল করবে এবং রাষ্ট্রেররাজনৈতিক ক্ষমতা সুসংবদ্ধ করবে ।
|