কিরগিজিস্তানের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী রোজা ওটুনবায়েভা ২৯ তারিখে বিশকেকে বলেছেন, কিরগিজস্তানের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটলেও রাশিয়া, যুক্তরাষ্ট্র,চীন প্রভৃতি দেশ ও মধ্য-এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক অপরিবর্তিত থাকবে। নতুন সরকার চলমান পররাষ্ট্রনীতির পরিবর্তন হবে না।
ওটুনবায়েভা বলেছেন, রাশিয়া আর ইউরোপীয় দেশগুলো কিরগিজস্তানের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, চীনও তাই। চীনের সঙ্গে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা কিরগিজস্তানের অর্থনীতির উন্নয়নের অনুকূল।
তিনি আরো বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকলে কিরগিজস্তানের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, বিশেষ করে আফগানিস্তান সমস্যা, সন্ত্রাস দমন ইত্যাদি সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
|