ইস্রাইলের সংসদ ২৮ তারিখে একতরফা কার্যক্রম পরিকল্পনার উপর গণ-ভোট আয়োজনের প্রস্তাব নাকচ করেছে। যার ফলে একতরফা কার্যক্রম পরিকল্পনা কার্যকরীকরনের পথে আরেকটি বাধা দূর হলো।
ইস্রাইলের সংসদ একইদিন ৭২-৩৯ ভোটে বিরোধীদের একতরফা কার্যক্রম পরিকল্পনার উপর গণ-ভোট আয়োজনের প্রস্তাব নাকচ করেছে।
একইদিন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংস্থার গাজা অঞ্চলের নেতা মুহামেদ আল-হিনদি সাংবাদিকদের বলেছেন, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস বর্তমানে ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাত করছেন। সাক্ষাতকালে তাঁরা প্রধানত ফিলিস্তিন মুক্তি সংস্থার পুনর্গঠন নিয়ে আলোচনা করেছেন।
অন্য খবরে জানা গেছে, ফিলিস্তিনের সশস্ত্র সংস্থা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্যরা একইদিন ভোরে জর্ডান নদীর পশ্চিম তীরের শহর জেনিনে ইস্রাইলের সৈন্যবাহিনীর গাড়ী বহরের উপর মাটির তৈরী বিস্ফোরক ছুঁড়ে মেরেছে। এতে এক জন ইস্রাইলী সৈন্য নিহত হয়েছেন। এটা হচ্ছে কয়েক সপ্তাহে ইস্রাইলের লক্ষ্যবস্তুর উপর ফিলিস্তিনের সশস্ত্র সংস্থার প্রথম আঘাত।
|