২৮ তারিখে টোগোর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের নিবন্ধিত করার কাজ সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
টোগোর জাতীয় স্বাধীন নির্বাচন কমিটি থেকে জানা গেছে, এবারকার নির্বাচনের আগে, অনুমান করা হয়েছে, এবার ২০লক্ষেরও বেশী বৈধ ভোটার নিবন্ধিত হবেন। ভোটারদের নিবন্ধিত করার কাজ ৮দিন চালবে।
আগামী ২৪শে টোগোয় প্রোসিডেন্ট নির্বাচন হবে, বর্তমানে ৪জন পদপ্রার্থী নির্বাচনে অংশ নেয়ার সিন্ধান্ত নিয়েছেন, এর মধ্যে অন্তর্ভক্তত রয়েছেন ক্ষমতাসীন "টোগোলেস জনগণ ইউনিয়ান" মনোনীত সাবেক প্রেসিডেন্ট এয়াডেমার ছেলে ফুরে, টোগো বিরোধী দলের জোট মনোনীত প্রধান বিরোধী দল "পরিবর্তন শক্তি ইউনিয়নের" প্রথম ভাইস চেয়ারম্যান আকিটানি। ফুরে ও আকিটানির মধ্যে এবারকার নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনুমান করা হচ্ছে।
|