২৮ তারিখে ওমুরবেক টেকেবায়েভ কিরগিজস্তানের নতুন সংসদের স্পীকার নির্বাচিত হয়েছেন, এবং কুরমানবেক বাকিয়েভ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন।
ওমুরবেক টেকেবায়েভ সংসদের স্পীকার নির্বাচিত হওয়ার পর বলেছেন, কিরগিজস্তানের উচিত রাষ্ট্রীয় পরিষদ প্রতিষ্ঠা করা যাতে বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক সমন্বয় করা যায়, কিরগিজস্তান সমাজের বিভিন্ন মহল একমত হওয়া যায়। তিনি আরো জোর দিয়ে বলেছেন, বর্তমান অবস্থায়, শুধু কিরগিজস্তানের নতুন সংসদ হল বৈধ রাষ্ট্র ক্ষমতার সংস্থা। যদি আসকার আকায়েভ স্বেচ্ছায় পদ ত্যাগ ঘোষণা না করেন, তাহলে সংসদ নির্দিষ্টি সময়ের আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত করবে।
সেদিন কুরমানবেক বাকিয়েভ বলেছেন, তিনি যথাশীঘ্র সরকার প্রতিষ্ঠা করবেন। তিনি ভোটার ও বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতি নতুন সংসদের বৈধতা স্বীকার করার আহ্বান জানিয়েছেন, এবং বিভিন্ন পক্ষকে শান্তিপূর্ণভাবে কিরগিজস্তানের রাজনৈতিক সংকট সমাধান করার তাগিদ করেছেন।
|