চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২৮তারিখে পেইচিংয়ে বলেছেন , চীন নিজের সৃজনশীল শক্তি জোরদার করাকে জাতীয় রণনীতি হিসেবে গ্রহন করে আধুনিকীকরনের নির্মান কাজে ব্যবহার করবে এবং চীনকে আন্তর্জাতিক প্রভাবশালী ও সৃজনশীল শক্তি সম্পন্ন এক নতুন দেশ হিসেবে গঠন করার প্রচেষ্টা চালাবে ।
২৮তারিখে আয়োজিত ২০০৪ সালের চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও উল্লেখ করেছেন যে , আজকের বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা হল বহুমুখীজাতীয় প্রতিদ্বন্দ্বীক্ষমতার চূড়ান্ত উপাদান , স্বকীয় উদ্ভাবন একটি দেশের পুনরুথ্থান সমর্থনের ভিত্তি । চীনকে বিশ্বের প্রগতিশীল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যআমদানি ও তা থেকে শিক্ষা গ্রহন করতে হবে , কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল নিজের শক্তির ভিত্তিতে উদ্ভাবন করা । কারণ সত্যিকারের প্রধানপ্রযুক্তি কেনা যায় না , বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালীসৃজনশীল শক্তি আর স্বতন্ত্রধীসম্পদের অধিকার থাকলেই কেবল আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের প্রতিদ্বন্দ্বী শক্তি উন্নত করা যাবে এবং গৌরবময় আন্তর্জাতিক মর্যাদা ও অবস্থান উপভোগ করা যাবে ।
|