২৭তারিখে মিসরের নিরাপত্তাবাহিনী মিসরের মুসলিম ব্রাদার হুডের ৪৯জন সদস্যকে গ্রেপ্তার করেছে । যাতে এদের সরকার বিরোধী বিক্ষোভমিছিল রোধ করা যায় ।
খবরে জানা গেছে , প্রেসিডেন্ট মুবারাককে বর্তমানের কাঠাম আরও সংস্কার করতে তাগিদ দেয়ার জন্যে ২৭তারিখে মুসলীম ব্রাদার হুড-এর সদস্যরা কায়রো শহরের কেন্দ্রস্থলের ময়দানে আর মিসরের গন সংসদের সামনে বিরাটাকারের বিক্ষোভমিছিল অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছিল । বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে মিসরের নিরাপত্তাবাহিনী গ্রেপ্তারেরতত্পরতা চালিয়েছে ।
মুসলীম ব্রাদারহুডের নেতা আকিফ সেই দিনে এক বিবৃতিতে সরকারের আচরনে দুঃখ প্রকাশ করে এবং ব্যক্ত করেছেন যে , তারা অব্যাহতভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠান করবেন ।
মুসলীম ব্রাদার হুড মিসরের বৃহত্তম ইসলামী সংস্থা , ১৯২৮ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৪ সালে এর তত্পরতা নিষিদ্ধ করা হয় । সংস্থাটি মিসরকে ইসলামী ধর্ম ও রাজনীতির সমন্বয় দেশ হিসেবে গঠন করা প্রচেষ্টা চালিয়ে আসছে ।
|