ইস্রাইলের প্রতিরক্ষামন্ত্রী মোফাজ ২৭ তারিখে ইস্রাইলী বাহিনীকে ফিলিস্তিনপক্ষের কাছে জর্দান নদীর পশ্চিম তীরের কালকিলিয়া শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণের অধিকার হস্তান্তর পিছিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন ।
মোফাজ বলেছেন , ইস্রাইলের এই সিদ্ধান্ত নেয়ার যুক্তি হচ্ছে এই যে , ফিলিস্তিনপক্ষ ইস্রাইলের হুলিয়ার তালিকাভুক্ত ৫২জন ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তির অস্ত্র জমা নেয় নি । কিন্তু তিনি একই সময় বলেছেন , ফিলিস্তিনপক্ষের কাছে কালকিলিয়া হস্তান্তরের আনুষংগিক প্রস্তুতিমূলক কাজ অব্যাহতভাবে চলতে থাকবে ।
ফিলিস্তিন ও ইস্রাইলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইস্রাইলের শীঘ্রই ফিলিস্তিনপক্ষের কাছে কালকিলিয়ার নিরাপত্তা নিয়ন্ত্রণের অধিকার হস্তান্তরের কথা । এর আগে ইস্রাইল জর্দান নদীর পশ্চিম তীরের জেরিকো শহর ও তুলকার্ম শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণের অধিকার ফিলিস্তিনপক্ষের কাছে হস্তান্তর করেছে ।
|