সকালে যদি ঘুম থেকে উঠতে না পরে ? কি করা যায়। বর্তমানে মার্কিন বিজ্ঞানীরা চাকা দিয়ে দৌড়তে পারে এমন এক নতুন ধরনের আলার্ম ঘড়ি উদ্ভাবন করেছেন। যারা সবচেয়ে অলস, আলার্ম বাজলে তাদেরকেও ঘুম থেকে উঠিয়ে দিতে পারে।
বৃটেনের " নিউ সাইনটিস্ট" ম্যাগজিনের সূত্রে জানা গেছে, এ ধরণের আলার্মের নাম রাখা দেয়া হয়েছে "ছোটআলার্ম"। এম.আই.টি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবের বিজ্ঞানীরা এটি উদ্ভাবন করেছেন। এ আলামে এক সেট চাতা বসানো হয়েছে, যেন তার পা আছে। আলার্ম বাজার সঙ্গে যদি ঘুমিয়ে থাকা গৃহকর্তা তা বন্ধ করে দেয়, তাহলে এ আলার্ম ঘড়ি ঘরের দিকে পালিয়ে যায় এবং অব্যাহতভাবে বাজতে থাকবে।
|