২৭ তারিখে ভারতের প্রতিরক্ষামন্ত্রী পণব মুখেরজী ভারতের কোলকাতা শহরে বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের এফ-১৬ জঙ্গী বিমান কেনার কথা বিবেচনা করবে।
খবরে জানা গেছে, মুখেরজী বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারী ব্যবসায়ীরা ভারতের কাছে এফ-১৬ জঙ্গী বিমান বিক্রয় করার জন্যে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, ভারত সমরসজ্জার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে না, ভারত শুধু প্রতিরক্ষার কারণে এফ-১৬ জঙ্গী বিমান সহ বিভিন্ন সামরিক সাজ-সরজ্ঞাম কিনবে।
২৫ তারিখে মার্কিন সরকার পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গী বিমান বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেইজন্যে ভারতের সরকার প্রবল দুঃখ প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, এটা ভারতের নিরাপত্তা পরিবেশের ওপর নেতিবাক প্রভাব সৃষ্টি করবে।
|