 চীনের রাষ্ট্রীয় পরিষদের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত্ব সম্পত্তি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির উপপরিচালক চাও নিন ২৬ তারিখে চীনের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের ফোরামে বলেছেন , এই কমিটি এ বছর অনুকূল শর্ত সৃষ্টি করে সক্রিয়ভাবে কেন্দ্রীয় শিল্পপ্রতাষ্ঠানগুলোর শেয়ার বাজারের তালিকাভুক্তকরণ ত্বরান্বিত করবে ।
চাও নিন বলেছেন , শেয়ার বাজারের তালিকাভুক্তি হচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের পুঁজিবিনিয়োগের বহুমুখীকরণ ত্বরান্বিত করার প্রধান রূপ এবং রণনৈতিক পুজিবিনিয়োগকারীদের আকৃষ্ট করার প্রধান উপায় । এবছর এই কমিটি অনুকূল শর্ত সম্পন্ন কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর শেয়ার ব্যবস্থার সংস্কার ত্বরান্বিতকরণকে সমর্থন করতে থাকবে ।
|