হামাসের মুখপাত্র মুশার এল-মাস্রী ২৬ তারিখে গাজায় এক বিবৃতিতে নিরস্ত্রীকরণ প্রক্রিয়াতে অংশ নিতে অস্বীকার করেছে।
মুশার এল-মাস্রী বলেছেন, গাজা থেকে ইস্রাইলী বাহিনী প্রত্যাহার পর্যন্ত ফিলিস্তিনের নানা দলের উচিত নিজ নিজের অস্ত্র রাখা। কেউ এ দলগুলিকে নিরস্ত্র করতে পারে না। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইস্রাইল অনবরতভাবে শান্তি ভঙ্গ করে এবং পাকিস্তানের বন্দীদের মুক্তি না দেয়, তাহলে হামাস অস্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি মেনে নেবে না।
একই দিন, ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস রামাল্লাহে ভাষণ দেয়ার সময়ে ইস্রাইলের জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদি জাতির বসতি বাড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিন অব্যাহতভাবে শান্তির পদ্ধতিতে ইহুদি জাতির বসতি সম্প্রসারণ করতে বাধা দেবে,যাতে অবশেষে বসতিগুলি অপসৃত হয়।
অন্য খবরে প্রকাশ, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ নাজি ওট্রি ২৬ তারিখে সফররত টিউনিসিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ গানৌছির সঙ্গে দামাস্কাসে জোর দিয়ে বলেছেন, সকল আরব দেশের উচিত বর্তমান সংবেদনশীল পরিস্থিতি এবং কড়াকড়ি চ্যালেঞ্জার মোকাবিলা করার জন্য নানাবিধ সমন্বয় সূচনা ব্যবস্থা গ্রহণ করা।
|