 কিরগিজস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেণ্ট কুর্মানবেক বাকিয়েভ ২৬ তারিখে রাজধানী বিশকেকে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি আগামী জুন মাসের ২৬ তারিখে অনুষ্ঠিতব্য প্রেসিডেণ্ট নির্বাচনে যোগ দেবেন।
কুর্মানবেক বাকিয়েভ বলেছেন, প্রেসিডেণ্ট নির্বাচন অনুষ্ঠিত হবার তিন মাস আগে সংসদ ও প্রশাসনিক বিভাগের উচিত আইন-বিধির কাঠামোতে সক্রিয় কাজ চালানো। তিনি অচিরে দেশের ও সরকারের কর্মকর্তাদের নিযুক্ত অথবা পরিবর্তন করার নির্দেশ দেবেন না।
একই দিন, কুর্মানবেক বাকিয়েভ সংসদের উচ্চ পরিষদে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, বিশকেকের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। নানা সরকারী বিভাগ ও বানিজ্যিক সংস্থার উচিত যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিকভাবে কাজ শুরু করা।
তাছাড়া, রাশিয়ার প্রেসিডেণ্ট ভবন একই দিন একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে বলেছে, কিরগিজস্তানের প্রেসিডেণ্ট আকার আকায়েভ রাশিয়ায় আছেন।
অন্য খবরে প্রকাশ, বিশকেকের দাঙ্গা হাঙ্গামাতে আহত চীনা নাগরিক ২৬ তারিখে বলেছেন, তিনি আশা করেন, বিদেশীদের নিরাপত্তা ও তাদের সম্পদ নিরাপত্তা রক্ষা করার জন্য কিরগিজস্তানী পুলিশ আর সংশ্লিষ্ট বিভাগ যত তাড়াতাড়ি সম্ভব শক্তিশালী ব্যবস্থা নেবে। কিরগিজস্তানে তুরস্কের দূতাবাসের সূত্রে জানা গেছে, কিরগিজস্তানে চাকরিপ্রাপ্ত তুর্কীরা বর্তমানে তাঁদের পরিবার-পরিজনকে বিশকেক থেকে অন্যত্র স্থানান্তর করেছেন।
|