আন্তর্জাতিক সমাজ সম্প্রতি আলাদা আলাদাভাবে কিরগিজস্তানের পরিস্থিতির পরিবর্তনের ওপর নজর রেখেছে।
রাশিয়ার প্রেসিডেণ্ট পুটিন ২৬ তারিখে কিরগিজস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেণ্ট কুর্মাবেক বাকিয়েভ-এর সঙ্গে ফোনে বলেছেন, মানবতাবাদী এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ অবস্থান থেকে রাশিয়া কিরগিজস্তানের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার জন্য সাহায্য করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়েরমুখপাত্র লিউ চিয়ান ছাও ২৫ তারিখে বলেছেন, কিরগিজস্তানের সুপ্রতিবেশী হিসেবে চীন আশা করে কিরগিজস্তানের পরিস্থিতি স্থিতিশীল হবে, সামাজিক শৃংখলা ফিরে আসবে এবং চীন-কিরগিজস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থিতিশীলভাবে এবং অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র এডাম এরেলি বলেছেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক অন্তর্বর্তীকালে থাকা কিরগিজস্তানের জনগণের কাছে সাহায্য দেবে।
|