সুদানের পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফা ওথম্যান ইসমাইল ২৬ তারিখে রাজধানী খার্তৌমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, ২৪ তারিখে জাতিসংঘ দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে,সুদান সরকার তাকে স্বাগত জানায়।
মুস্তাফা ওথম্যান ইসমাইম বলেছেন, সুদান সরকার দক্ষিণ সুদানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার ব্যাপারে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি একই সঙ্গে সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন সুদানের সার্বভৌমত্ব ও দেশের পরিস্থিতির ওপর প্রভাব না ফেলার আশা প্রকাশ করেছেন।
একই দিন, এ বছরের প্রথম দিকে সুদান সরকারের সঙ্গে শান্তি চুক্তিস্বাক্ষরকারী সুদানের দক্ষিণ আঞ্চলিক সশস্ত্র শক্তি অথবা সুদানের গণ মুক্তি আন্দোলন জাতিসংঘের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
|