অ্যাংগোলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ২৫ তারিখে বলেছেন , এই দেশের উত্তরাংশের উইগ প্রদেশে গত বছরের অক্টোবর মাসে দেখা দেয়া মার্বার্গের ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত অ্যাংগোলার হাসপাতালে সাহায্যের কাজে নিয়োজিত একজন ইতালীয় চিকিত্সক ও একজন ভিয়েত্নামী চিকিত্সক সহ ১১৫জন লোকের মৃত্যু হয়েছে ।
অ্যাংগোলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এই আশা প্রকাশ করেছেন যে , ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে আক্রান্তকারীরা যেন হাসপাতালে চিকিত্সা করাতে যান এবং যাঁরা সম্প্রতি উইগ প্রদেশে গিয়েছিলেন তাঁরা যেন ২১ দিনের মধ্যে বিদেশে না যান , যাতে এই ভাইরাসের বিস্তার রোধ করা যায় ।
|