লেবাননের আল -লিওয়া পত্রিকার ২৬ তারিখের খবরে জানা গেছে , সিরিয়বাহিনী ইতিমধ্যে লেবাননের ৫টি ঘাঁটি থেকে প্রত্যাহার করেছে ।
খবরে বলা হয়েছে , সিরিয়ার বিমানবিধ্বংসীবাহিনী যথাক্রমে পূর্ব লেবাননের বেকা উপত্যকার তিনটি জায়গা আর পূর্বলেবাননের সীমান্ত এলাকা থেকে সরে সিরিয়ার ভেতরে স্থানান্তরিত হয়েছে । একই সময়ে সিরিয়বাহিনী বেকা উপত্যকার কিছু রাস্তা থেকে প্রতিবন্ধকতা উঠিয়ে সৈন্যপ্রত্যাহারের জন্যে প্রস্তুতি নিয়েছে ।
১৭তারিখে সিরিয়বাহিনীর প্রথম পর্যায়ের সৈন্যপ্রত্যাহারের কাজ সম্পন্ন হয়ে ৪০০০জন সৈন্য স্বদেশে ফিরে গেছে । বেকা উপত্যকায় এখনো ১০ হাজার সৈন্য মোতায়েন আছেন ।
|