
কিরগিজস্তানের পরিস্থিতি
আন্তর্জাতিক সমাজ ২৫ তারিখে আলাদা আলাদাভাবে কিরগিজস্তানের পরিস্থিতির পরিবর্তনের ওপর নজর রেখেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও বলেছেন, কিরগিজস্তানের প্রতিবেশী হিসেবে চীন আশা করে কিরগিজস্তানের পরিস্থিতি স্থিতিশীল হবে, সামাজিক শৃংখলা ফিরে আসবে এবং চীন-কিরগিজস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থিতিশীলভাবে এবং অব্যাহতভাবে সামনে এগিয়ে যাবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র আতাম এরেলি বলেছেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক অন্তর্বর্তীকালে থাকা কিরগিজস্তানের জনগণের কাছে সাহায্য দেবে।
রাশিয়ার প্রেসিডেণ্ট পুটিন বলেছেন, রাশিয়া কিরগিজস্তানের সঙ্গে বর্তমান সম্পর্ক বজায় রাখার প্রয়াস চালাবে । তিনি আশা করেন, ক্ষমতাসীন কিরগিজস্তানের বিরোধী দলের নেতারা যত তাড়াতাড়ি সম্ভব দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ গুল, ই-ইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রধান সোলানা এবং ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রমুখ ব্যক্তিরা আশা করেন, কিরগিজস্তানে যত তাড়াতাড়ি সম্ভব শৃংখলা এবং স্থিতিশীলতা ফিরে আসবে।
|