পাকিস্তানের প্রধানমন্ত্রী শাওকত আজিজ ২৫ তারিখে ইসলামাবাদে সফররত বৃটিশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে বলেছেন, কাশ্মীর সমস্যা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যকার পরস্পরের সঙ্গে অনাস্থার মূল কারণ। দুই দেশেরই উচিত এই বিবাদ মিটিয়ে ফেলা।
আজিজ আরো বলেছেন, বর্তমানে পাকিস্তান এবং ভারত পারস্পরিক আস্থা গঠনের মাধ্যমে দু দেশের সম্পর্ক উন্নতি করেছে। কিন্তু কাশ্মীর বিবাদ সমাধান না করলে দু দেশের সম্পর্কে বাস্তব উন্নয়ন অর্জিত হবে না। পাকিস্তান ভারতের সঙ্গে দু পক্ষের বিবাদ নিষ্পত্তি করতে ইচ্ছুক। পাকিস্তান আশা করে,জাতি সংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যা নিষ্পত্তি করা হবে।
১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান স্বাধীন হওয়ার সময় থেকেই কাশ্মীর বিবাদ দুদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়ায়।
|