মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ তারিখে প্রকাশিত একটি জনমত সমীক্ষা থেকে জানা গেছে, প্রেসিডেন্ট বুশের প্রতি গণ সমর্থনের হার আরো কমেছে।
"ইউ এস এ টুডে", সি এন এন এবং গ্যালাপ-এর এই সপ্তাহে যৌথভাবে আয়োজিত একটি জনমত সমীক্ষা থেকে জানা গেছে, বুশের কাজের প্রতি সমর্থনকারী নাগরিকদের হার হচ্ছে ৪৫ শতাংশ, ফেব্রুয়ারী মাসের শেষ দিক এবং মার্চ মাসের প্রথম দিকের ৫২ শতাংশের তুলনায় ৭ শতাংশ কমেছে। এটাও ২০০৪ সালের মে মাসের সর্বনিম্ন দাগ ৪৬ শতাংশ তুলনায় আরো কমেছে।
জনমত সমীক্ষা থেকে জানা গেছে, ৫৯ শতাংশ নাগরিক মনে করেন, মার্কিন অর্থনীতির অবনতি হচ্ছে। এই সংখ্যা এ মাসের প্রথম দিকের তুলনায় ৯ শতাংশ বেড়েছে।
|