লেবাননের বিভিন্ন পন্থীর ব্যক্তিরা ২৫ তারিখে লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী হারিরির হত্যাকান্ড সম্পর্কে জাতিসংঘের তদন্ত গ্রুপের তদন্ত রিপোর্টে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।
লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী হামৌদ , আইনমন্ত্রী আদৌম ও প্রতিরক্ষামন্ত্রী ম্রাদঐদিন হারিরির হত্যাকান্ড সম্পর্কিত তদন্তে লেবাননের নিরাপত্তা বিভাগের অবহেলা সম্পর্কে জাতিসংঘের তদন্ত গ্রুপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে , রিপোর্টটি ন্যায়বিচারমূলক নয় । কিন্তু হামৌদ তদন্ত রিপোর্টে উল্লিখিত নতুন তদন্ত গ্রুপ গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং এই আশা প্রকাশ করেছেন যে, তদন্তের মাধ্যমে সত্য পরিষ্কার হবে এবং লেবানন ন্যায়বিচার পাবে ।
একই দিন লেবাননের বিরোধী দলের বেশ কয়েকজন ব্যক্তি জাতিসংঘের তদন্ত গ্রুপের রিপোর্টকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন , নিরাপত্তা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিকে পদচ্যুত করা , হারিরি মামলা নিয়ে আন্তর্জাতিক তদন্ত চালানো এবং অপরাধী , অপরাধে অংশগ্রহণকারী ও তদন্তে অবহেলাকারীকে বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে পাঠানো সম্পর্কে বিরোধী দলোর দাবি নির্ভুল ।
|