কিরগিজস্তানের পরিষদ ২৫ তারিখ ভোরে একটি জরুরী সম্মেলনে সংখ্যগরিষ্ঠতার মাধ্যমে বাকিইয়েফকে কিরগিজস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সংবিধান অনুযায়ী এর সঙ্গে সঙ্গে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পর্যন্ত বাকিইয়েফই দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু বাধ্য হয়ে স্বদেশ ত্যাগ করা কিরগিজস্তানের প্রেসিডেন্ট আসকার আকাইয়েফ পদ ত্যাগ করতে অস্বীকার করেছেন।
একইদিন বাকিইয়েফ বলেছেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচন জুন মাসে আয়োজিত হবে। তিনি আরো বলেছেন, কিরগিজস্তান অব্যাহতভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করবে।
একই সময় কিরগিজস্তানের প্রেসিডেন্ট আকাইয়েফ ২৫ তারিখে কিরগিজস্তানের কাবার বার্তা সংস্থার কাছে একটি ই-মেইলে বিবৃতি প্রকাশ করে বলেছেন, তিনি অস্থায়ীভাবে দেশ ত্যাগ করেছেন, কিন্তু তিনি কিরগিজস্তানের বৈধ প্রেসিডেন্ট।
জানা গেছে, কিরগিজস্তানের রাজধানী বিস্কেক-এর এইদিনের পরিস্থিতিও অতি খারাপ। কিছু স্থানীয় যুবক-যুবতীরা যথাক্রমে কয়েকটি প্রহরি দল গঠন করে কিছু গুরুত্বপূর্ণ পথের এবং নাগরিকদের সমাবেশের স্থল মহাচত্বরের কাছাকাছি জায়গার শৃংখলা রক্ষা করেছেন।
|