পাকিস্তানের প্রেসিডেণ্ট মুশারাফ ২৪ তারিখ সন্ধায় ইসলামাবাদে বলেছেন, পাকিস্তান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে তার ইউরেনিয়াম ঘনীভূতকরণের সেণ্ট্রিফিউগ্যাল মেশিন দেওয়ার চিন্তা করছে, যাতে ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সাহায্য করা যায়।
একই দিন মুশারাফ স্থানীয় টেলিভিশনের কাছে সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, ইরানের পারমাণবিক বিস্তার সমস্যা তদন্ত করার সময়ে তার সেণ্ট্রিফিউগ্যাল মেশিন কোথা থেকে আসে এবং কিভাবে আসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এমন প্রশ্নেরই উত্তর খুঁজে বের করতে চায়। সংস্থাটি যদি পাকিস্তানের দেয়া সেণ্ট্রিফিউগ্যাল মেশিন পরিক্ষা করে, তাহলে ইরানের কাছে পাকিস্তানসেণ্ট্রিফিউগ্যাল মেশিন যুগিয়ে দিয়েছে কি না এই বিতর্কের অবসান ঘটবে। মুশারাফ একই সঙ্গে পাকিস্তান সরকার পারমাণবিক বিস্তার তত্পরতা অস্বীকার করেছেন।
মার্চ মাসের প্রথম দিকে পাকিস্তানের দেশের পারমাণবিক পিতা আব্দুল- কাদির খান ইরানের কাছে সেণ্ট্রিফিউগ্যাল মেশিন যুগিয়ে দেওয়ার সত্যতা স্বীকার করেছেন। ইরানের পারমাণবিক সমস্যার তদন্তের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পাকিস্তানের সেণ্ট্রিফিউগ্যালমেশিন-এর সাথে ইরানে উদ্ধারকৃত মেশিনের তুলনা করতে চায়।
|