চীনের বিখ্যাত সুটিং ক্রীড়াবিদ হয়াং ই ফু চীনের ক্রীড়াবিদ মহলের একজন আর্দশ।১৯৮৪ সালের পর থেকে, হয়াং ই ফু একটানা ছয় মেয়াদের ওলিম্পিক গেমসে যোগ দিয়েছেন। তিনি মোট দুটি স্বর্ণপদক, দুটি রৌপ্যপদক এবং একটি ব্রোন্জপদক অর্জন করেছেন।এখানে উল্লেখযোগ্য, ২০০৮ সালের এথেন্স ওলিম্পিক গেমসে ৪৪ বছর বয়সী হয়াং ই ফু পুরুষদের ১০ মিটার এয়ার পিষ্টল প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন। এর আগে চীনের ক্রীড়াবিদদের মধ্যে কেউই এই বয়সে এই ইভেন্টের স্বর্ণপদক অর্জন করেননি।এ বছরের প্রথম দিকে হয়াং ই ফু চীনের জাতীয় সুটিং দলের সাধারণ কোর্চ নিযুক্ত হয়েছেন।২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের সুটিং প্রতিযোগিতায় তিনি কোর্চ হিসেবে অংশ নেবেন।চীনের সুটিং ইভেন্ট একটি শক্তিশালী ইভেন্ট।চীনের ওলিম্পিক গেমসের ইতিহাসে যে প্রথম স্বর্ণপদক অর্জিত হয়, তা হলো সু্টিং ইভেন্টের স্বর্ণপদক।১৯৮৪ সালের লসএন্জেলেস ওলিম্পিক গেমসে চীনের সুটিং ক্রীড়াবিদ শিয়ু হাই ফন এই প্রথম স্বর্ণপদক অর্জন করেছেন।২০০৪ সালে চীনের সুটিং দলও প্রথমটি স্বর্ণপদক অর্জন করেছে।চীনের সুটিং দল মোট চারটি স্বর্ণপদক অর্জন করেছে। চীনের সুটিং দলে হয়াং ই ফু কৃতিত্ব নি:সন্দেহে বিশেষ উল্লেখযোগ্য।১৯৮৪ সালের লসএন্জেলেস ওলিম্পিক গেমসে তিনি ব্রোন্জপদক অর্জন করেছেন। ৮ বছর পর বার্সেলোনা ওলিম্পিক গেমসে তিনি স্বর্ণপদক অর্জন করেছেন, ১৯৯৬ সালের আটল্যান্টা ওলিম্পিক গেমসে এবং ২০০০ সালের সিডনী ওলিম্পিক গেমসে তিনি যথাক্রমে ব্রোন্জ পদক অর্জন করেছেন। ২০০৪ সালে এথেন্স ওলিম্পিক গেমসে হয়াং ই ফু আবার স্বর্ণপদক অর্জন করেছেন । তাঁর অর্জিত সাফল্য প্রসংগে হয়াং ই ফু বলেছেন, চীনের সুটিং ইভেন্টে যে সব সাফল্য অর্জিত হয়েছে সে সবের সাফল্য একটি প্রতিযোগিতা বা একজনের কৃতিত্ব নয়, বরং চীনের সুটিং মহলের কয়েক প্রজম্মের ব্যক্তিদের মিলিত উদ্যোগের ফলাফল।
এখন হয়াং ই ফু চীনের জাতীয় সংটিং দলের সাধারণ কোর্চ। বর্তমানে তিনি চীনের সুটিং দলের ব্যক্তি এবং প্রশিক্ষণের পদ্ধতিতে পূর্ণবিন্যাস করছেন।সপ্তমবার ওলিম্পক গেমসে অংশ নেওয়ার প্রচেষ্টা চালানো ছাড়াও তিনি তাঁর দীর্ঘ দিন ধরে সঞ্চিত অভিজ্ঞতা নবীন ক্রীড়াবিদদের কাছে পৌছে দিতে প্রস্তুত। তিনি বলেছেন, ২০০৮ সালের ওলিম্পিক গেমস একটি নতুন সুযোগ।এই ওলিম্পিক গেমস পেইচিংএ আয়োজন করা হবে বলে আমরা বিরাট চাপের সম্মুখীন হচ্ছি।চীনা জনগণ আমাদের উপর আস্থা রেখেছেন।আমরা ভালভাবে জানি যে, চীন সরকার চীনের সুটিং দলকে সব কিছু যুগিয়ে দিয়েছে। সুতরাং আমাদের ভালভাবে প্রশিক্ষণ না নেয়ার কোনো কারণ নেই।
১৯৯৭ সালের প্রথম দিকে হয়াং ই ফু সুটিংএর প্রশিক্ষণ শুরু করেন। গত ২৮ বছরের কঠোর প্রশিক্ষণের পর তিনি ধাপে ধাপে চীনের সুটিং দলের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। নিজের কঠোর জীবনী সম্বন্ধে বলতে গিয়ে তিনি আবেগভরে বললেন, আমি বিশ বছরের বেশী সময় ধরে সুটিং ক্রীড়ায় নিয়োজিত রয়েছি। এই ব্রত আমাকে অনেক সম্মান এবং অপরিসীম শক্তি এনে দিয়েছে। যদি কেউ এই ব্রতে ভালো সাফল্য অর্জন করতে চায় তাহলে আমি তাকে একটা কথা বলতে চাই। এই কথা হলো, " ভাল সাফল্য অর্জন করতে চাইলে অসাধারণ মূল্য দিতে হবে।"
|