পানামা ১৯০৩ সালের ৩ তারিখ নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।এই দিন পানামার জাতীয় দিবস।
পানামার জাতীয় পতাকার রং সাদা,লাল এবং নীল।সাদা রং শান্তির প্রতীক।লাল এবং নীল রং আলাদা আলাদাভাবে সাবেক পানামার উদার পন্থী পার্টি এবং রক্ষণশীল পার্টির প্রতীক। দুটি পঞ্চভূজ তারকা আলাদা আলাদাভাবে বিশ্বস্ততা এবং শক্তির প্রতীক।
বাজ পানামার জাতীয় পাখি।
পানামার প্রেসিডেন্ট মার্টিন টোর্রিজোস২০০৪ সালে মার্চ মাসে নির্বাচিত হয়েছেন।তিনি সেপ্টেম্বর মাসে শপথ গ্রহণ করেছেন।
পানামার জন সংথ্যা ২৭.২ লক্ষ (১৯৯৭ সাল)।রাষ্ট্র ভাষা হলো স্প্যানিশ। জনগণের মধ্যে প্রায় ৮৫% ক্যাথলিক খ্রীষ্টান, ৪.৭% প্রোটেস্ট্যান্ট খৃষ্টান এবং ৪.৫% ইসলাম ধর্ম বিশ্বাস করে।
পানামার রাজধানী পানামা সিটি। পানামা সিটি পানামা খালের প্রশান্ত মহাসাগরের মোহনার কাছে একটি দ্বীপে অবস্থিত।এই শহর খুবই সুন্দর। প্রাচীন শহর ১৫১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে, ১৯০৩ সালে স্বাধীন সার্বভৌম পানামা ঘোষিত হবার পর পানামা সিটি রাজধানীতে পরিণত হয়।
১৫০১ সালে পানামা স্পেনের উপনিবেশে পরিণত হয়েছে, ১৮২১ সালে স্বাধীন হয়, পানামা বৃহত্তর কলম্বিয়া প্রজাতন্ত্রের একটি অংশে পরিণত হয়।১৮৩০ সালে কলম্বিয়া ভেঙ্গে যায়, তারপর পানামা নতুন গ্রেনাডা প্রজাতন্ত্রের একটি প্রদেশে পরিণত হয়।১৯০৩ সালের ৩রা নভেম্বর মার্কিন বাহিনী পানামা তীরে অবতরণ করে।পানামা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে পানামা ও যুক্তরাষ্ট্র "নতুন খাল চুক্তি" স্বাক্ষর করেছে। ১৯৯৯ সালের ৩১ই ডিসেম্বর পানামা পানামা খালের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।
রাজনীতিঃ বর্তমান সংবিধান ১৯৭২ সালের ১১ই অক্টোবর কার্যকরী হয়। ১৯৭৮ সাল এবং ১৯৮৩ সালে পর পর সংশোধিত হয়েছে।সংবিধানের নতুন ধারায় বলা হয়েছে যে, প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান,প্রেসিডেন্ট প্রত্যক্ষ নির্বাচনে নির্ধারিত হন। তাঁর কার্য-মেয়াদ পাঁচ বছর, কিন্তু পর পর দুই মেয়াদ দায়িত্ব গ্রহণ করবেন না। ১৯৯৪ সালের ৪ তারিখে অক্টোবর মাসে পানামার সংসদ আবার সংবিধান সংশোধন করে।সৈন্য বাহিনী করা হয় এবং একটি পুলিশ দল প্রতিষ্ঠিত হয়। জাতীয় সংসদ এক কক্ষবিশিষ্ট, এই পরিষদ আইন প্রণয়নের ক্ষমতা কার্যকরী করে।
পররাষ্ট্রনীতিঃ পানামা স্বাধীন ও স্বতন্ত্র এবং জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে।পানামা লাতিন আমেরিকার দেশগুলোর সহযোগিতা জোরদার করে এবং পানামা বিশ্বের বিভিন্ন দেশের সংগে সম্পর্ক উন্নত করে।
|