২৪ তারিখে জাতি সংঘের তদন্ত গ্রুপ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরির গুপ্তহত্যার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে । এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, হারিরির গুপ্তহত্যা সম্পর্কে লেবানন সরকারের তদন্তে ত্রুটি আছে ।
রিপোর্টেবলা হয়েছে, প্রক্রিয়ার দিক থেকে হারিরির গুপ্তহত্যার উপরে তদন্ত চালাতে লেবানন সরকার মারাত্মক ভুল করেছে , লেবানেন সরকার আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী তদন্ত চালায় নি । রিপোর্টে একটি নতুন আন্তর্জাতিক তদন্ত গ্রুপ গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে , যাতে নতুন তদন্ত চালানো যায় । রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, হারিরির গুপ্তহত্যার আগে লেবাননের উত্তেজনাময় পরিস্থিতির জন্যে লেবানন আর সিরিয়ার সরকারই দায়ী ।
এই রিপোর্ট জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান নিরাপত্তা পরিষদে দাখিল করবে ।
অন্য একটি খবর প্রকাশ,লেবাননের প্রেসিডেন্ট লাহৌদ ২৪ তারিখে বৈরুতে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, লেবানন প্রচেষ্টা চালিয়ে হারিরির গুপ্তহত্যার স্বরূপ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ।
একইদিনে, লেবাননের সর্বোচ্চ আইন কমিটি বিচারপতি আলিয়াস আয়িদকে নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করেছে ।
|