 কিরগিজস্তারের বিরোধী দলের বিক্ষোভকারীরা ২৪ তারিখে রাজধানী বিশকেক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারভবনে ঢুকেছে এবং প্রেসিডেণ্ট আকায়েভ সরকারভবন থেকে সরে গেছেন।

কিরগিজস্তান বার্তাসংস্থা সূত্রে জানা গেছে, আকায়েভ বর্তমানে বিশকেক থেকে ২০ কিলোমিটারের বেশী দূরে কিরগিজস্তানস্থ রাশিয়ার বিমানবাহিনীর ঘাঁটির দিকে যাচ্ছেন । শহরটির পরিস্থিতি খুবই উত্তেজনাময়, যে কোনো সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।
অন্য এক খবরে প্রকাশ, একজন বিরোধী নেতা বলেছেন, বিরোধী দলের বিক্ষোভকারীরা ইতিমধ্যেই জাতীয় টেলিভিশন নিয়ন্ত্রণ করেছে ।
সরকার-বিরোধীরা এর আগে বিশকেকের কেন্দ্রস্থলে বিরাট আকারের বিক্ষোভমিছিল বের করেছেন এবং প্রেসিডেণ্ট আকায়েভের পদত্যাগের দাবি জানিয়েছে।
আকায়েভ নির্দেশ দিয়েছেন, সরকারী পক্ষ কোনো মতেই বিক্ষোভকারী জনতার বিরুদ্ধে সশস্ত্র শক্তি প্রয়োগ করতে পারবে না।
|