চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৪ তারিখে পেইচিংয়ে বলেছেন , উত্তর কোরিয় প্রধান মন্ত্রী পাক বোং জু কোরিয় উপদ্বীপের পারমানবিক অস্ত্রবিমুক্ততা সংক্রান্ত চীন পক্ষের মতামত আর চীন পক্ষের অবগত সংশ্লিষ্ট অবস্থানের ওপর গুরুত্ব দেয় । চীন পক্ষ কোরিয় উপদ্বীপের পারমানবিক অস্ত্রবিমুক্ততা বাস্তবায়িত করা আর উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করার জন্য চীন পক্ষ যে প্রচেষ্টা চালিয়েছে , কোরিয় পক্ষ তার প্রশংসা করে ।
পাক বোং জু বলেছেন , কোরিয় পক্ষ ছ'পক্ষীয় বৈঠকের বিরোধীতা করে না আর তা প্রত্যাখ্যানও করে নি ।
শর্ত পাকাপোক্ত হলে কোরিয়া যে কোনো সময়ই ছ'পক্ষীয় বৈঠকে অংশ নিতে ইচ্ছুক ।
|