২৪ তারিখে প্রকাশিত "পেইচিং ইউথ পত্রিকা"র খবরে জানা গেছে , ২৩ তারিখে পেইচিং আনুষ্ঠানিকভাবে ২০০৮ ওলিম্পিক গেম্সের নিরাপত্তা রক্ষার কাজ শুরু করেছে । এই বছরের প্রথমার্ধে জরুরী অবস্থা মোকাবেলার নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে ।
সন্ত্রাস দমন ও হিংসাত্মক তত্পরতা প্রতিরোধ করা হল পেইচিং ওলিম্পিক গেম্সে নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ অংশ । এই জন্য পেইচিং বিভিন্ন রকমের সন্ত্রাস ও হিংসাত্মক ঘটনা প্রতিরোধ ও মোকাবেলা করতে পারে এমন একটি নিরাপত্তা রক্ষী বাহিনী গঠন করবে , যাতে সার্বিকভাবে ওলিম্পিক গেম্সের নিপরাত্তা নিশ্চিত করা যায় । পেইচিং আশা করে এই বাহিনী হবে দ্রুত প্রতিক্রিয়া দেখানো এবং কার্যকরভাবে বিভিন্ন রকমের অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার একটি সমবেত শক্তি ।
|