কিরগিজস্তানের সংসদ নির্বাচন-জনিত সংকট ২৩ তারিখে আবার তীব্র হয়েছে। কিরগিজস্তানের প্রতিবেশী দেশগুলো শান্তিপূর্ণ উপায়ে কিরগিজস্তানের সংঘর্ষ নিষ্পত্তি করার জন্যে দেশটির বিভিন্ন পক্ষের প্রতি আহবান জানিয়েছে ।
কিরগিজস্তানের প্রেসিডেণ্ট আকায়েভ ২৩ তারিখে কিরগিজস্তানের প্রধান অভিশংসক আব্দেলদায়েভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুবানবেকোভকে পদচ্যূত করার আদেশ দিয়েছেন। একই দিনে কিরগিজস্তানের বিরোধী দল আর তার সমর্থকরা রাজধানী বিশকেক শহরের কেন্দ্রস্থলে সমাবেশ আয়োজন করেছে এবং আকায়েভের পদত্যাগ আর নতুন করে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে, কিন্তু পুলিশ বাহিনী তাদের সমাবেশ ছত্রভংগ করে ২০ জন উগ্রপন্থীকে গ্রেফতার করেছে।
কাজাখস্তানের প্রেসিডেণ্ট নাজারবায়েভ ২৩ তারিখে আকায়েভের কাছে চিঠি লিখে কিরগিজস্তানের বিভিন্ন পক্ষের প্রতি সংযম বজায় রাখার আহবান জানিয়েছেন এবং সব রকম প্রয়োজনীয় সাহায্য দিতে ইচ্ছা প্রকাশ করেছেন।
তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় আলাদা আলাদাভাবে বিবৃতি প্রকাশ করে শান্তিপূর্ণ উপায়ে সংঘর্ষ নিষ্পত্তি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানিয়েছে।
|