ইউরোপীয় ইউনিয়ানের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান প্রতিনিধি সোলানা ২৩ তারিখে ব্রাসেলসে বলেছেন , চীনের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত ই ইউ'র দৃষ্টিভঙ্গী পরিবর্তিত হয় নি ।
ই ইউ'র শীর্ষ বৈঠকে অংশ নেয়ার পর একটি তথ্য জ্ঞাপন সভায় তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , ই ইউ'র এবারকার শীর্ষ বৈঠকে চীনের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা করা হয় নি । কিন্তু এই বিষয়ে ই উ'র দৃষ্টিভঙ্গী পরিবর্তিত হয় নি ।
খবরে প্রকাশ , গত বছরের ডিসেম্বর মাসে নেদারল্যান্ডসে চীন-ইউরোপ নেতৃবৃন্দের বৈঠকে ই ইউ' চীনের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছিল ।
|