চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৪ তারিখে পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীনের কাছে ই ইউ'র অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা চীন-ইউরোপ সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের অনুকুল হবে । এই নিষেধাজ্ঞা যত তাড়াতাড়ি প্রত্যাহার করা হবে , দুপক্ষের সম্পর্কের উন্নয়নের জন্য ততই কল্যানকর হবে ।
তিনি আরো বলেছেন , চীন পক্ষ লক্ষ্য করেছে , সম্প্রতি ই ইউ আর ফ্রান্স, জার্মানী প্রভৃতি ই ইউ'র সদস্য দেশের নেতৃবৃন্দ চীনের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ই ইউ'র দৃষ্টিভঙ্গী পরিবর্তিত হয় নি বলে যে পুনরায় ঘোষনা করেছেন , চীন পক্ষ তার প্রশংসা করে ।
|