 ইউরোপীয় ইউনিয়নের দু'দিনব্যাপী বাসন্তী সম্মেলন ২৩ তারিখে ব্রাসেলসে সমাপ্ত হয়েছে।
এ সম্মেলনে অংশগ্রহণকারী ২৫টি দেশের নেতৃবৃন্দ একই দিন আনুষ্ঠানিকভাবে ই-ইউয়ের কমিটি উত্থাপিত " স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি চুক্তি" অনুমোদন করেছেন এবং ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও ইউরোপীয় দেশগুলোর প্রতিযোগিতার সামথ্য জোরদারের জন্য লিসবেন রননীতি আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সম্মেলনে লেবাননের পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে সিরিয়ার উদ্দেশ্যে লেবাননে মোতায়েন তার যাবতীয় সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে এবং লেবাননে সার্বভৌমত্ব অখন্ডতা,স্বাধীনতা ও সমতা বাস্তবায়নকে সমর্থন করার কথা জোর দিয়ে বলা হয়েছে।
তাছাড়া, এ সম্মেলনে ই-ইউয়ের উদ্দেশ্যে মাঝারি ও দীর্ঘ মেয়াদী ব্যবস্থা নিয়ে আবহাওয়ার উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার অনুরোধ জানানো হয়েছে এবং সারা বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি গ্যাস নিঃসরণ হ্রাস তরান্বিত করার উপদেশ দেওয়া হয়েছে।
অন্য খবরে জানা গেছে, ই-ইউ'র পালাক্রমিক সভাপতি দেশ লোক্সেম্বারগের ভাইস-প্রেসিডেণ্ট ও পররাষ্ট্রমন্ত্রী জিন আসেলবর্ন সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, ই-ইউ আন্নানের উত্থাপিত জাতিসংঘের সংস্কার প্রস্তাব সমর্থন করে।
|