২৩ তারিখে মার্কিন প্রেসিডেন্ট বুশ, ক্যানাডার প্রধানমন্ত্রী পল মার্টিন ও সেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্ট ফোক্স যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বৈঠক করেছেন। বৈঠককালে তাঁরা তিন দেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা প্রভৃতি সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
সেদিন বৈঠকের পর তিন দেশের নেতারা যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন। বিবৃতিতে বলা হয় যে, তিন দেশের উচিত নতুন সহযোগিতার উপায় অন্বেষণ করা, যাতে প্রতিটি দেশ আরো নিরাপদা, তাদের বাণিজ্য আরো প্রতিয়োগিতামুলক এবং অর্থনীতি আরো প্রাণশক্তিময় হতে পারে।
তাছাড়া, বুশ বলেছেন, তিনি উত্তর কোরিয়ার জন্য কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার ছয় পক্ষীয় বৈঠকে আবার ফিরে যাওয়ার সর্বশেষ সময়সীমা স্থির করেন নি। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে, কোরিয় উপদ্বীপের দরকার পারমাণবিক অস্ত্রমুক্ত হওয়া। মার্টিন আবার জোর দিয়ে বলেছেন, ক্যানাডা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষামূলক সিস্টেমে অংশ নেবে না।
|