দু'দিনব্যাপী আরব লীগের সপ্তদশ শীর্ষ সম্মেলন ২৩ তারিখে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সমাপ্ত হয়েছে । সম্মেলন শেষে "আলজিয়ার্স ঘোষণা" প্রকশিত হয়েছে এবং মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আবার "আরবের শান্তি প্রস্তাব" শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ।
আলজিয়াস ঘোষণায় বলা হয়েছে , শান্তি হল আরব দেশগুলোর রণনৈতিক বাছাই । আরব লীগের সংস্কার করতে হবে , যাতে আরব দেশগুলোর যৌথ তত্পরতায় আরব লীগের ভূমিকা জোরদার করা যায় । ঘোষণাটিতে সব রকমের সন্ত্রাসী তত্পরতার নিন্দা করা হয়েছে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিস্তারের সঙ্গে ইসলাম ধর্মকে জুড়ে দেয়ার কার্যকলাপকে প্রত্যাখ্যান করা হয়েছে ।
তা ছাড়া , সম্মেলনের অংশগ্রহণকারী দেশগুলো আবার "আরবের শান্তি প্রস্তাবের" প্রতি সমর্থন জানিয়েছে , এবং মনে করে , এই প্রস্তাব আন্তর্জাতিক নিয়ম , জাতি সংঘের সংশ্লিষ্ট প্রস্তাব এবং "ভুমি বিনিময়ে শান্তি"অর্জনের নীতির সঙ্গে সংগতিপূর্ণ , তারা জোর দিয়ে বলেছে যে , আরব ও ইস্রাইলের বিরোধ শুধু এই সব উপায়ে নিষ্পত্তি করা যাবে ।
২৩ তারিখের সম্মেলনে সম্মেলনের অতিথি জাতি সংঘের মহাসচিব কোফি আন্নানও ভাষণ দিয়ে শান্তিমূলক উপায়ে ফিলিস্তিন ও ইস্রাইলের সংঘর্ষের অবসান ঘটানের আহ্বান জানিয়েছেন , সিরিয়া লেবানন থেকে সমস্ত সৈন্য প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছে তিনি তার প্রসংশাও করেছেন ।
|