চীনের প্রেসিডেণ্ট হু চিনথাও ২৩ তারিখে পেইচিংয়ে উত্তরকোরিয়ার প্রধানমন্ত্রী পাক বোংজুর সংগে সাক্ষাত করার সময়ে বলেছেন চীন পক্ষ সংশ্লিষ্ট সকল পক্ষের সংগে মিলিত প্রয়াস চালিয়ে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার জন্য গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
হু চিনথাও বলেছেন, পারমাণবিক অস্তমুক্তউপদ্বীপ অর্জনের লক্ষ্যে অবিচল থাকা, উত্তরকোরিয়ার স্বার্থজড়িত সমস্যার সমাধান, উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণ করা চীন ও উত্তরকোরিয়ার অভিন্ন স্বার্থের সংগে সংগতিপূর্ণ। সংলাপের মাধ্যমে উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান করা হলো একমাত্র সঠিক বাছাই, চীনপক্ষ অব্যাহতভাবে শান্তিসংলাপ ত্বরান্বিত করার প্রয়াস চালাতে থাকবে।
উত্তরকোরিয়ার প্রধানমন্ত্রী পাক বোংজু বলেছেন, উত্তরকোরিয়া চীনের সংগে একত্রে দুদেশের সম্পর্ক আরও প্রসারিত করার সক্রীয় প্রচেষ্টা চালাবে ।
|