২৩ তারিখে অনুষ্ঠিত চীনের রাষ্ট্রীয় পরিষদের সম্মেলনে ধাপে ধাপে গ্রামাঞ্চলের নিরাপদ পানীয় জলের জরুরী পরিস্থিতি মোকাবেলা পরিকল্পনা গৃহিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে দুই বছরে চীন ১.৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বিনিয়োগ করে ২.১ কোটি গ্রামাবাসীদের নিরাপদ পানীয় জলের সমস্যা সমাধান করবে।
পরিকল্পনা অনুযায়ী, এই দু'বছরে চীন কিছু নিরাপদ পানীয় জলের তীব্র সংকটাপন্ন গ্রামাঞ্চলে পানীয় জলের সুরক্ষা জোরদার করবে। সংগে সংগে কিছু বড়ো পানি শিল্প গঠন করবে, তাতে পানীয় জলের গুণ উন্নত হবে। কেন্দ্রীয় সরকারের পুঁজি ছাড়াও, আঞ্চলিক সরকারও সংশ্লিষ্ট পুঁজি বিনিয়োগ করবে।
জানা গেছে, চীনে এখন পানীয় জলের নিরাপত্তার অবস্থা খুবই গুরুতর, দেশের প্রায় ৩০ কোটি মানুষ নিরাপদ পানি খেতে পায় না। চীন সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সাল নাগাদ চীনের শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীরা সবাই নিরাপদ পানি খেতে পারবেন।
|