২৩ তারিখে গণতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা তাঁর, চার দিনব্যাপী চীন সফর শেষ করে পেইচিং ত্যাগ করেছেন।
২০ তারিখ দুপুরে তিনি সাংহাই পৌঁছে চীন সফর শুরু করেছেন। পেই চিং থাকাকালে তিনি, চীনের প্রেসিডেন্ট হু চিন থাওসহ চীনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
এটি তাঁর দ্বিতীয় চীন সফর।
|