দক্ষিণকোরিয়া সরকার ২৩ তারিখে সিদ্ধান্ত নিয়েছে যে, দক্ষিণকোরিয়া আন্তর্জাতিক সম্মেলনে জাপানের ইতিহাসের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির সমস্যা উত্থাপন করবে।
একই দিনে দক্ষিণকোরিয়ার শিক্ষামন্ত্রী কিম ইয়ংসিকের পরিচালনায় আয়োজিত একটি সভায় "জাপানের ইতিহাসের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির সমস্যা মোকাবিলা প্রস্তাব" গৃহিত হয়েছে । এই প্রস্তাব অনুযায়ী, দক্ষিণকোরিয়া সরকার উপযুক্ত সুযোগে ইউনেস্কোর সম্মেলনে অথবা অন্য আন্তর্জাতিক সম্মেলনে জাপানের ইতিহাসের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির সমস্যা দাখিল করবে ।
|