আরব লীগের দু'দিনব্যাপী সপ্তদশ শীর্ষ সম্মেলন ২২ তারিখ আলজিয়ার্সে উদ্বোধন হয়েছে ।
এবারকার সম্মেলনের স্বাগতিক দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট বুটেফ্লিকাউদ্বোধনী অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন , যার যার দেশের বাস্তব অবস্থা অনুসারে স্বতন্ত্রভাবে নিজের উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ সংস্কার কর্মসূচী বাছাই করার অধিকার বিভিন্ন দেশের আছে ।
আরব লীগের মহাসচিব আমর মুসা বলেছেন , আরব দেশগুলো নিজেদের প্রচেষ্টার ওপর নির্ভর করলেই কেবল বর্তমানে তাঁদের সম্মুখীন চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে । তিনি আরব সাধারণ বাজার গড়ে তোলার পরিকল্পনাও উপস্থাপন করেছেন ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের আরব শান্তি প্রস্তাবের কার্যকরীকরণ ত্বরান্বিত করা , ইরাক পরিস্থিতি আর আরব লীগের প্রতিষ্ঠান সংস্কার প্রভৃতি বিষয়ে আলোচনা করার কথা ।
|