v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-23 13:00:39    
"সুখী মান জাতি" ওয়েবসাইট

cri
    আজ ইন্টারনেট পরিসেবা দিন দিন প্রসারিত হচ্ছে। তার মাধ্যমে তথ্য সরবরাহ একটি ফ্যাশনে পরিণত হয়েছে। চীনে বহু সংখ্যালঘুজাতি যার যার স্বজাতীয় ওয়েবসাইট স্থাপন করেছে। "সুখী মান জাতি" নামে ওয়েবসাইট এই জাতির ইতিহাস ও সংস্কৃতিভিত্তিক এমন একটি ওয়েবসাইট,যা মান জাতির কয়েক জন যুবক স্থাপন করেছে।

    "সুখী মান জাতি" ওয়েবসাইটের প্রধানের নাম লিউ ফেই। তিনি একজন খুব চালাক যুবক। তাঁর পোষাক অসাধারণ। তিনি একটি মান জাতির ঐতিহ্যিক কালো পোষাক পরেন। পোষাকটি আজানুলম্বিত। বুকের সামনে এক লাইনের চীনা স্টাইলের শাদা বোতাম। প্রাচীনকালের চীনা সৈনিকদের কিছুটা ভাবমূর্তিতে ভরা পোষাকটি লোকদের খুব আকৃষ্ট করে।

    লিউ ফেইয়ের সংগে সংবাদদাতার আলাপ আলোচনা শুরু হয় তাঁর পোষাক থেকে। লিউ ফেই বলেছেন, মান জাতির এই ঐতিহ্যিক পোষাকের নাম তীরন্দাজ পোষাক। এটা তিনি নিজেই ডিজাইন করেছেন। মান জাতির ঐতিহ্যিক সংস্কৃতি সম্প্রাসরিত করার জন্য তিনি জাতীয় পোষাক পরেন। তিনি বলেছেন, মান জাতির সংস্কৃতির বহু ক্ষেত্রে আমাদের সম্প্রসারিত করা উচিত। ছি ফাও নামে পোষাক এই জাতির ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী। এটা সংরক্ষণ করা হয়েছে। ফলে যেমন চীনাদের তেমনি সারা বিশ্বের পক্ষেরও গ্রহণযোগ্য। আজ আমি যা পরেছি তা মান জাতির দীরন্দাজ পোষাক আর এখনকার উইন্ড জ্যাকেটের   বৈশিষ্ট্য সংযোগ করা হয়েছে। এতে যেমন উইণ্ড জ্যাকেটের মতো সুবিধা হয়েছে, তেমনি জাতীয় বৈশিষ্ট্যও সংরক্ষণ করা হয়েছে।

    তাঁর বক্তব্যে তাঁর নিবিড় জাতিতাত্ত্বিক আত্মগৌরববোধ দেখা দিয়েছে। এই আত্মগৌরববোধের অনুপ্রেরনায় তিনি ইন্টারনেট কাজে লাগিয়ে "সুখী মান জাতি" নামে ওয়েবসাইট স্থাপন করেছেন। এতে মান জাতির আরো বেশি লোক স্বজাতির ইতিহাস ও সংস্কৃতি জানতে পারবেন এবং এটা অন্যান্য জাতির জন্যও মান জাতিকে জানার একটি জানালা খুলেছে।

"সুখী মান জাতি" ওয়েবসাইটে মান জাতির ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ পাওয়া যায়। এতে মান জাতির রীতিনীতি, বংশের উপাধি আর মান জাতি বিষয়ক নানা জাতের সফ্টওয়্যারও প্রচার করা হয়।

    এই ওয়েবসাইট স্থাপনের উদ্দেশ্য প্রসংগে ওয়েবসাইটটির উপ-প্রধান সুথাও বলেছেন, জাতীয় মর্যদা বাড়ানোর জন্য এই ওয়েবসাইট স্থাপন করা হয়েছে। ওয়েবসাইটে মান জাতির সংস্কৃতি প্রচারের মাধ্যমে আরো বেশি লোক বিশেষ করে মান জাতির লোকেরা নিজেদের জাতির সার্বিক ঐশ্বর্য উপলব্ধি করতে পারবেন।

    মান জাতি চীনের তৃতীয় বৃহত্তম জাতি, তার জনসংখ্যা প্রায় এক কোটি। মান জাতিও একটি সুদীর্ঘকালীন জাতি। চীনের ইতিহাসে এই জাতি তিনবার নিজেদের প্রশাসন স্থাপন করেছিল। তিন শো বছরেরও বেশি সময় আগে মান জাতি চীনের সর্বশেষ সামন্ততান্ত্রিক রাজবংশ- ছিং রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। চীনে বর্তমানে যে মানচিত্র প্রচলিত, তার কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে ছিং রাজবংশের আমলে।

    ওয়েবসাইটের পরিচালক লিউ ফেই বলেছেন, এখন যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের বয়স ২০ থেকে তিরিশাধি। অল্পবয়সীরা আর যারা মান জাতি সম্পর্কে জানতে চান, তাদের একটি মাধ্যমে দেয়ার জন্য এই ওয়েবসাইট স্থাপন করা হয়েছে।

    পেইচিং শহরাঞ্চলের একটি আবাসিক এলাকায় সংবাদদাতা "সুখী মান জাতি" নামে ওয়েবসাইটের চারজন প্রতিষ্ঠাতার সংগে দেখা করলেন। তাদের বয়স ২০ থেকে ৩০। এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ছত্রি। মান জাতির সংস্কৃতির প্রতি তাদের অভিন্ন কৌতুহলের জন্য তারা এই ওয়েবসাইট স্থাপন করেছেন।

    ওয়েবসাইটের কক্ষ বড় নয়, ভিতরে শুধু একটি কম্পিউটার আছে। তাঁরা এই কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটের ব্যবস্থাপনার কাজ করেন।

    ওয়েবসাইটের প্রধান লিউ ফেই বলেছেন, তারা এই ওয়েবসাইট ভালভাবে চালাবার জন্য খুব প্রত্যয়ী। তারা তাকে মান জাতি বিষয়ক একটি জানালা হিসেবে গড়ে তুলতে দৃঢ়সংকল্প। সুতরাং ওয়েবসাইটের প্রভাব বাড়ানোর জন্য তারা সময়ে সময়ে বাইরের সংগে যোগাযোগ ও আদান-প্রদানের কতকগুলো তত্পরতা আয়োজন করেন।

    ওয়েবসাইটের ভবিষ্যত প্রসংগে উপ-প্রধান সুথাও বলেছেন, ওয়েবসাইট ভালভাবে চালাতে হলে মান জাতির আরো বেশি লোকদের সক্রিয়দা আর কৌতুহল বাড়াতে হবে। আসলে এই কাজ তাদের জন্য কোনো আয় বয়ে আনবে না। কিন্তু তাদের আগ্রহ মোটেই কমে যায়নি। দেখা যায়। তারা স্বজাতির সংস্কৃতি সম্প্রসারিত করার জন্য যথাযোগ্য প্রয়াস চালাচ্ছেন।

    "সুখী মান জাতি" ওয়েবসাইটের ঠিকানা