জাতি সংঘের হাইতি সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি জুয়ান গাব্রেল ভালদেস ২২ তারিখে সতর্ক করে বলেছেন যে, হাইতির সাবেক সৈন্যরা জাতি সংঘের সংশ্লিষ্ট দাবি অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্র নামাতে হবে ।নইলে, হাইতিতে মোতায়েন জাতি সংঘের শান্তি রক্ষী বাহিনী তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে ।
ভালদেস বলেছেন, যদিও বর্তমানে নিরস্ত্রের সময়-সীমা নির্ধারিত হয় নি, কিন্তু এই বছরের অক্টোবর মাসে আর নভেম্বর মাসে সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন যাতে নির্বিঘ্ন অনুষ্ঠিত হয় তার জন্যে,হাইতিতে মোতায়েন জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী অস্ত্র সমর্পান প্রত্যাখ্যানকারী হাইতির সাবেক সৈন্যদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে ।
গত বছরের সেপটেম্বর মাসের শিষ দিক থেকে, হাইতির সাবেক সৈন্যরা নানা জায়গায় মাঝে মাঝে মিচ্ছিল আয়োজন করেছে , হাইতির বাহিনী আবার গঠন করার দাবী জানিয়েছে এবং এর সংগে সংগে হিংসাত্মক ঘটনা সৃষ্টি করেছে । হাইতির অন্তর্বর্তকালিন সরকার আর জাতি সংঘের শান্তি রক্ষী বাহিনী বারবার তাদের নিরসন্ত্র করার দাবি জানিয়েছে, কিন্তু তারা প্রত্যেকবার তা প্রত্যাখ্যান করেছে ।
|