দক্ষিণ কোরিয়ার ঐক্য মন্ত্রণালয়ের মন্ত্রী চুং দোং ইয়োং ২২ তারিখে সিউলে জোর দিয়ে বলেছেন, জাপান জাতি সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস দেশ হতে চাইলে প্রথমে তাকে প্রতিবেশী দেশগুলোর আস্থা পেতেই হবে।
সাংবাদিক সম্মেলনে জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশে পরিণত হওয়ার দাবি প্রসঙ্গে চুং দোং ইয়োং উল্লেখ করেছেন, জাপান সত্যি সত্যি শান্তিকামী দেশ কি না, এ ব্যাপারে সন্দেহ আছে। জাপানের প্রথমে মাথা ঘুরিয়ে নিজেকে ভালো করে দেখা উচিত। জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হতে চাইলে তাকে প্রথমে প্রতিবেশী দেশের আস্থা পেতেই হবে।
সঙ্গে সঙ্গে চুং দোং ইয়োং বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার জাপানের প্রতি তার রাজনৈতিক গুরুত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে জাপানের ইতিহাস বিকৃতির অপপ্রয়াসজনিত সমস্যা মোকাবেলাকরবে।
জাপান, ভারত, ব্রাজিল এবং জার্মানী ২১ তারিখে নিউইয়োর্কে যৌথ বিবৃতি প্রকাশ করে ৫৯তম জাতি সংঘের সাধারণ পরিষদ চলতি বছরে গ্রীষ্মকালে নিরাপত্তা পরিষদ সম্প্রসারণেরবিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছে।
|