জর্দানের পররাষ্ট্র মন্ত্র হানি মুল্কি২১ তারিখ আলজিয়ার্সে বলেছেন , জর্দান রাজা আবদুল্লাহ্ ইরাকস্থ জর্দানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ইরাকে আবার ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন । একই দিন আলজিয়ার্সে আরব লীগের পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী ইরাকের অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রী জেবারির সঙ্গে সাক্ষাতের পর মুল্কি এই কথা বলেছেন । রাজা আবদুল্লাহ'র আদেশ অনুযায়ী ইরাকস্থ জর্দানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ২৩ তারিখ বাগদাদে প্রত্যাবর্তন করবেন । তিনি আরো বলেছেন , জর্দানস্থ ইরাকের রাষ্ট্রদূতও আগামী এক সপ্তাহের মধ্যে আম্মানে প্রত্যাবর্তন করবেন ।
মুল্কি বলেছেন , জেবারি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে , ইরাকস্থ জর্দান দুতাবাস আর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে ।
|