চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ২২ তারিখে এর আগের দিনে জাতিসংঘ মহাসচিব আন্নানের দাখিল করা জাতিসংঘের সংস্কার সংক্রান্ত রিপোর্ট প্রসংগে মন্তব্য করতে গিয়ে বলেছেন, চীন পক্ষ বহুপক্ষবাদ ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নের জন্য আন্নানের প্রয়াসের প্রশংসা করে।
একই দিনে পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেছেন । জানা গেছে, আন্নানের দাখিল করা রিপোর্টটির উদ্দেশ্য হলো জাতিসংঘকে বলিষ্ঠ ও গতিশীল করার জন্য জাতিসংঘের সংস্কার করা, রিপোর্টটি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের শীর্ষ সম্মেলনে যাচাই করার জন্য দাখিল করা হয়েছে। লিউ চিয়েনছাও বলেছেন, রিপোর্টটিতে শান্তি, উন্নয়ন, মানবাধিকার তথা জাতিসংঘের সংস্কার প্রভৃতি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়া হয়েছে, চীন পক্ষ মনোযোগের সংগে রিপোর্টটি গবেষণা করছে এবং বিভিন্ন পক্ষের সংগে যোগাযোগ ও পরামর্শ বজায় রেখে মিলিতভাবে জাতিসংঘের সংস্কারের প্রক্রিয়া ত্বরান্বিত করার সক্রীয় প্রয়াস চালাবে।
|